Saturday 16 May 2020

ICC-র প্রধান হওয়ার ক্ষমতা আছে সৌরভ‌ের, মত প্রাক্তন ইংরেজ অধিনায়কের

Bangla News
Sourav Ganguly

Source - eisomay

বাংলা নিউজ ডেস্ক: বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যতে আইসিসিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। এই মন্তব্য ডেভিড গাওয়ারের।


ভারতীয় ক্রিকেট বোর্ডকে যে ভাবে এগিয়ে যাচ্ছেন সৌরভ, যথেষ্ট প্রশংসা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, ‘একটা জিনিস আমি বুঝি, বিসিসিআইকে নেতৃত্ব দিতে হলে অনেক কিছু জানতে হয়। সৌরভের শুরুটা খুবই ভালো। শুধু ওকে আরও কুশলী রাজনীতিক হতে হবে।’


ভারতীয় ক্রিকেট বোর্ড চালানো যে কঠিনতম কাজ, সেটা জানেন গাওয়ার। সোজাসাপ্টা বলেছেন, ‘ভারতে বিপুল জনতা ক্রিকেট ভালোবাসে। সেখানে বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। সেটা কিন্তু সৌরভ চমৎকার সামলাচ্ছে। ও ভালো শ্রোতা, পরামর্শ দিতে পারে, সেই মতো এগিয়ে নিয়ে যেতে পারে বোর্ডকে। যার এত গুণ, সে আগামী দিনে আইসিসির প্রেসিডেন্ট হবে না, কে বলতে পারে?’


আইসিসির প্রেসিডেন্ট হওয়ার মশলা যেমন দেখতে পাচ্ছেন সৌরভের মধ্যে, তেমনই গাওয়ার বলে দিচ্ছেন যে, আইসিসির থেকে বিসিসিআই চালানো অনেক কঠিন কাজ। ‘আইসিসির প্রেসিডেন্ট হওয়া সম্মানের। অনেক কিছু করার থাকলেও আসলে আইসিসিতে যেটা দেখতে হয়, সেটা হল র‌্যাংকিং। নজর রাখতে হয়, ক্রিকেট ক্ষমতা কোথায় একত্রিত হচ্ছে। সে দিক থেকে বিসিসিআই সামলানো অনেক কঠিন কাজ।’
Disqus Comments