Thursday 20 August 2020

২০২১-এর লক্ষ্যে প্রস্তুতি! দিলীপ ঘোষকে আসনের টার্গেট বেঁধে দিলেন জেপি নাড্ডা

 

J p nadda
                             J P Nadda & Dilip Ghosh


রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি আগেই শুরু করেছিল বিজেপি। যা গতি পেয়েছে রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বৈঠকের পর। সূত্রের খবর অনুযায়ী, সেই বৈঠকে দিলীপ ঘোষকে লক্ষ্যমাত্রা বেধে দিয়েছেন জেপি নাড্ডা।



সূত্রের খবর অনুযায়ী, জেপি নাড্ডা দিলীপ ঘোষকে ২০২১-এর নির্বাচনে ২০০ আসনের টার্গেট দিয়েছেন। প্রসঙ্গত লোকসভা নির্বাচনে বিধানসভার নিরিখে ১২৯ টি আসনে এগিয়ে ছিল বিজেপি।



অনেক আগে থেকেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। প্রতিটি জেলার বিধানসভা ধরে ধরে সংগঠনের অবস্থা কেমন, তা জানার চেষ্টা চলছে। সূত্রের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে ইতিমধ্যেই একদফা আলোচনা হয়ে গিয়েছে। এরপর দক্ষিণবঙ্গের বিধানসভা আসনগুলি নিয়ে আলোচনা শুরু হয়েছে।



১৮ অগাস্ট থেকে দিলীপ ঘোষের বাড়িতে দক্ষিণবঙ্গের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৪ দিনের আলোচনায় অংশ নিয়ে বিজেপির রাজ্য কমিটির নেতারা। রয়েছেন কৈলাস বিজয়বর্গীয় এবং নির্দিষ্ট এলাকার বিজেপি সাংসদরা।



সূত্রের খবর, বৈঠকে বিজেপির প্রতি রাজ্যের সংখ্যালঘুদের সমর্থন নিয়েও আলোচনা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সংখ্যালঘু এলাকায় সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি দাবি করেছেন, সংখ্যালঘু এলাকায় সমর্থন থাকলেও, তৃণমূলের হামলার ভয়ে অনেকেই পিছিয়ে যাচ্ছেন।


Disqus Comments