Thursday 20 August 2020

Gmail সহ গুগলের বিভিন্ন পরিষেবা ব্যাহত, হয়রানি বিশ্বজুড়ে

 

Gmail


কাজের দিনে সকাল থেকেই ঝক্কি। চলছে না লাইফলাইন জিমেল। শুধু যাদের এমনি অ্যাকাউন্ট আছে তাদের নয়, যাদের জি-স্যুট আছে, তারাও অ্যাটাচমেন্ট পাঠাতে গিয়ে অসুবিধায় পড়ছেন। গুগলের অন্যান্য পরিষেবাতেও নানান সমস্যার মুখে পড়েন ইউজাররা। এর অবশ্য এখনও কোনও কারণ জানিয়ে উঠেতে পারেনি গুগল। 


সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তদন্ত করে দেখছেন এর নেপথ্যের কারণগুলি। গুগল ড্রাইভ, গুগল ডক, গুগল মিট প্রভৃতি পরিষেবাও এই মুহূর্তে আক্রান্ত। সবচেয়ে যেটা বেশি লাগে সেই ইমেলের ক্ষেত্রে অ্যাটাচমেন্ট পাঠানো যাচ্ছে না। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যে তারা ইমেলই পাঠাতে পারছেন না। 

Gamil



ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে অনেকের। ভার্জ জানিয়েছে যে সারা বিশ্বজুড়েই এই সমস্যা দেখা দিয়েছে। ভারতেও লোকজন জিমেল ব্যবহার করতে পারছেন না, গুগল মিটে রেকর্ড করতে অসুবিধা হচ্ছে, গুগল ড্রাইভে ডেটা মিশে যাচ্ছে না। 


Disqus Comments