Monday 17 August 2020

বিজেপিতে যোগ দিচ্ছেন ধোনি? বর্ষীয়ান নেতার ট্যুইটর ঘিরে জোর জল্পনা

 

কলকাতা: দীর্ঘদিনের জল্পনা শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি। হৃদয় ভেঙেছে বহু ভক্তের। কিন্তু প্রশ্ন এবার তিনি কী করবেন? কেউ বলছেন, সেনাবাহিনীতে বেশি সময় দেবেন তিনি। আবার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ।


এরই মধ্যে লোকভা নির্বাচনে লড়াই করার অফার দিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা। ট্যুইটারে সরাসরি তিনি লিখেছেন, ‘ধোনির উচিৎ ২০২৪-এ লোকসভা নির্বাচনে লড়াই করা।’


ধোনির অবসরের পরের দিনই তিনি এমন টুইট করেন। আর তার থেকেই প্রশ্ন উঠেছে যে সতীর্থ গৌতম গম্ভীরের মতই বিজেপিতে যোগ দেবেন ধোনিও?


রবিবার বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী টুইটারে লেখেন, ‘মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু সব কিছু থেকে নয়। নানান প্রতিকূলতার মধ্যে ধোনির লড়াই করার ক্ষমতা, দলকে নেতৃত্ব দেওয়ার যে দক্ষতা আমরা ক্রিকেট মাঠে দেখেছি, তা ব্যবহারিক জীবনেও প্রয়োজন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই করা উচিত ধোনির।’


এদিকে ধোনির অবসরের পর থেকে তাকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ট্যুইট করেন। টুইটে অমিত শাহ লেখেন, ‘নিজের খেলা দিয়ে ধোনি লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিয়েছেন। আশা করছি, আগামিদিনে ভারতীয় ক্রিকেটকে আরও অনেক শক্তিশালী করে তুলতে এগিয়ে আসবেন তিনি। তার ভবিষত্যের জন্য অনেক শুভেচ্ছা রইল। বিশ্বক্রিকেট হেলিকপ্টার শটটি মিস করবে।’


বিজেপি নেতার এই টুইটে ভারতের নেটিজেনদের একাংশের ধারণা, গেরুয়া শিবিরে ধোনির যোগদান এখন মাত্র সময়ের ব্যাপার। যদিও ধোনির তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


ধোনির অবসর নিয়ে বলতে গিয়ে তাঁর বিজনেস পার্টনার বলেছেন চলতি বছর টি২০ বিশ্বকাপের পরেই ও অবসর নেবে ভেবেছিলাম। কিন্তু সেটা পিছিয়ে যাওয়ার পর বিষয়টা পুরোপুরি ধোনির হাতেই ছিল। ফলত স্বাধীনতা দিবসে ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার ব্যাপারটা ধোনি ছাড়া তাঁর ঘনিষ্ঠমহলে কেউ জানত না বলেই দাবি করেছেন অরুণ পান্ডে। অরুণ পান্ডে বলছেন, ‘ধোনি আর যাই করুন না কেন সেনাবাহিনীর সঙ্গে পরবর্তীতে যে আরও বেশি করে সময় কাটাবেন সেটা নিশ্চিত।’


উল্লেখ্য, বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দেশের টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে আসীন। গতবছর বিশ্বকাপ থেকে বিদায়ের পর একমাসেরও বেশি সময় সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টের সঙ্গে ট্রেনিং করেছিলেন মাহি।


Disqus Comments