Tuesday 23 June 2020

Madhyamik Result 2020: অপেক্ষা রাজ্যের সবুজ সংকেতের, দ্রুত প্রকাশ হবে মাধ্যমিকের ফলাফল : রিপোর্ট


Madhyamik-Results-2020

শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সংকেতের অপেক্ষা। তা পেলেই আগামী জুলাইয়ের দ্বিতীয়-তৃতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই খবর মিলেছে।

মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশিত হবে, তা দীর্ঘদিন ধরেই ধোঁয়াশা তৈরি হয়েছে। গত ১৭ জুন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, পরিস্থিতি অনুকূল হলে ফল প্রকাশ করা হবে। রাজ্য সরকারের তরফে তাডা়হুড়ো করা হচ্ছে না।

তবে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ফল প্রকাশের কাজ অনেকটা কাজ এগিয়েছে। ১০০ শতাংশ নম্বর ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে। শুরু হয়েছে রেজাল্ট তৈরির প্রক্রিয়া। তারপর তৈরি হবে শংসাপত্র। পুরো প্রক্রিয়া শেষ হতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে বলে অনুমান। অর্থাৎ জুলাই দ্বিতীয়-তৃতীয় সপ্তাহের মধ্যেই রেজাল্টের যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তারপর রাজ্যের সবুজ সংকেত পেলেই দ্রুত ফল প্রকাশ করা যাবে বলে সূত্রের খবর।
যদিও করোনা পরিস্থিতিতে কীভাবে ছাত্রছাত্রীরা মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী। সেই বিষয়টি ভাবাচ্ছে রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে। সেজন্য আলোচনা চলছে। সেই জট কেটে গেলেই ফল প্রকাশে সবুজ সংকতে দেবে বলে ধারণা শিক্ষা মহলের। তারপর যাতে দ্রুত ফল প্রকাশ করা যায়, সেজন্য যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর।
সূত্র - hindustantimes Bangla

Disqus Comments