Monday 22 June 2020

৭২ ঘণ্টায় ৫ লক্ষ ডাউনলোড, খাতা খুলেই চমক TikTok-এর ভারতীয় বিকল্প Chingari-র

Makeing india app chingari

দেশি অ্যাপ। খাতা খুলেই ছক্কা হাঁকাতে শুরু করেছে। শর্ট ভিডিয়ো মেকিং চিনা অ্যাপ 'TikTok'-এর ভারতীয় বিকল্প  App-এর ডেভেলপাররা সোমবারই দাবি করেছেন যে, ৭২ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৫ লক্ষেরও বেশি ডাউনলোড হয়ে গিয়েছে। অর্থাৎ এই পরিসংখ্যান থেকে একটা বিষয় পরিষ্কার যে, লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের আক্রমণে ২০ জন ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার ঘটনার পরে মানুষজন দেশি বিকল্প খুঁজে নিতেই আগ্রহী হয়েছেন।


বেঙ্গালুরুর ওই ডেভেলপারেরা বলছেন, "এই মেড ইন ইন্ডিয়া অ্যাপ দিনে দিনে জনপ্রিয়তার শিখরে পৌঁছচ্ছে। মানুষ মূলত চিন বয়কটের দাবিতেই আরও বেশি করে ডাইনলোড করছেন ভারতীয় Chinagri App।" বিগত এক সপ্তাহ এক তার কিছু বেশি সময় ধরেই দেশজুড়ে মানুষজন চিন পণ্য ব্যবহার বন্ধ করার দাবি তুলেছেন। গত ১৫ জুন পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের আক্রমণে ভারতের ২০জন জওয়ান শহিদ হওয়ার পর সেই দাবি আরও জোরদার হয়।


এই অ্যাপ মূলত তৈরি করেছেন বেঙ্গালুরুর দুই ডেভেলপার বিশ্বতম নায়ক এবং সিদ্ধার্থ গৌতম। তাঁদের কথায়, "জনপ্রিয় এই শর্ট ভিডিয়ো মেকিং অ্যাপ ৭২ ঘণ্টার মধ্যেই ৫ লক্ষেরও বেশি ব্যবহারকারীকে Chingari পরিবারের সদস্য করে নিতে পেরেছে। শুধু তাই নয়, আরও প্রচুর পরিমাণে মানুষ দৈনিক ভিত্তিতে অনেক সংখ্যক ভিডিয়ো তৈরি করেও ছাড়ছেন। আর তার ফলে অন্যান্য মানুষের নজরও কাড়ছে Chingari।"


পাশাপাশিই ওই দুই ডেভেলপার আরও দাবি করলেন যে, একটা সময়ে Google Play Store থেকে এমনই ট্রেন্ডিং হয়ে ওঠে Chingari App যে TikTok-এক ক্লোন প্ল্যাটফর্ম Mitron-কেও ছাপিয়ে যায়। গত ১০ জুন Chingari App-এর এই দুই ডেভেলপারের তরফে বলা হয়েছিল, এই মুহূর্তে তাঁদের ইউজার সংখ্যা ১ লক্ষর আশপাশে। মাত্র ১২ দিন অতিক্রান্ত হতেই সংখ্যাটা এতটা বেড়ে যাওয়ায় ভারতীয় অ্যাপ নিয়ে আশার আলো দেখছেন দেশের টেক বিশেষজ্ঞরা।


ডেভেলপারদেরই একজন বিশ্বতম নায়ক বললেন, "আমাদের ইউজাররা এই অ্যাপ ব্যবহার করে যা রিভিউ দিচ্ছেন তা সত্যিই আশাব্যঞ্জক। অপেক্ষা এখন মুখের কথার। মুখের কথার মাধ্যমেই এই অ্যাপের ব্যবহার আরও প্রসারিত হবে। এই মুহূর্তেই ইউজারের নিরিখে যে পরিমাণ ট্র্যাফিক আমরা জেনারেট করছি, তা আমরা অ্যাপটি ডেভেলপ করার সময়ে কখনও কল্পনা করিনি।"


২০১৯ সালে বিশ্বতম নায়ক এবং সিদ্ধার্থ গৌতম দুজনে মিলে তৈরি করেছিলেন TikTok-এর বিকল্প অডিয়ো এবং ভিডিয়ো বেসড ফ্রি সোশ্যাল ভারতীয় প্ল্যাটফর্ম Chingari। দিনে দিনে এখন যেহেতু জনপ্রিয়তা বাড়ছে, তাই বহু ইনভেস্টর এই Chingari App-এ বিনিয়োগ করতে চাইছেন। সিদ্ধার্থ এবং বিশ্বতম দুজনেই বললেন যে, বহু ইনভেস্টরদের সঙ্গে তাঁদের কথাবার্তা চলছে ফ্রি এই সোশ্যাল প্ল্যাটফর্মকে সামনের দিনে একটা অন্য মাত্রা দেওয়ার।


ইতিমধ্যেই বেশ কিছু ভাষা উপলব্ধ ভারতীয় Chinagri App-এ। এখানে যেমন নানাবিধ ভিডিয়ো ডাউনলোড করা যায়, ঠিক তেমনই ভিডিয়ো আপলোড, বন্ধুদের সঙ্গে চ্যাট, নতুন বন্ধু পাতানো, কন্টেন্ট শেয়ার করা এবং ফিড দেখে ব্রাউজ করার মতো বহু অপশন রয়েছে। একজন Chingari ইউজার WhatsApp স্টেটাস, ভিডিয়ো, অডিয়ো ক্লিপ, জিআইএফ স্টিকার্স এবং ছবি-- এই সব কিছুই ব্যবহার করতে পারেন।


তবে এর থেকে তাক লাগানো আরও একটি ফিচার্স রয়েছে এই অ্যাপে। কোনও কন্টেন্ট খুব ভাইরাল হয়ে Chingari App

-এর তরফে সেই কন্টন্টের সৃষ্টিকর্তাকে পুরস্কৃত করা হবে অর্থ দিয়ে। এ ছাড়াও প্রতিটি ভিডিয়োর জন্য ইউজারের খাতায় জমা হবে পয়েন্টস। কন্টেন্ট ক্রিয়েটরের সেই পোস্ট ভিত্তিক পয়েন্ট নজর রেখেই পরবর্তীতে তাঁর অ্যাকাউন্টে টাকা জমা করা হবে।

সূত্র - Eisamay
Disqus Comments