Monday 22 June 2020

TikTok-এর সময় ‘জাতীয় পতাকায় আগুন’, ৪ নাবালকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা


tiktok-video-app

টিকটক ভিডিয়ো করার সময় পোড়ানো হয়েছে জাতীয় পতাকা। এই অভিযোগে চার নাবালকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার দায়ে মামলা রুজু করা হল। ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি লখনউয়ের বাজারখালার।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ন'টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এলাকার অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার অনিলকুমার যাদব বলেন, ‘তিকাইত রাই তালাবের কাছে রবিকান্ত নামে এক ব্যক্তি সাইকেল চালাচ্ছিলেন। তখন তিনি দেখেন, ছেলেগুলি জাতীয় পতাকা পোড়াচ্ছে। আরও অন্যদের সঙ্গে তিনি বারণ করেন এবং পুলিশকে ডাকেন।’

রবিকান্তের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় পুলিশ এফআইআর দায়ের করে। এফআইআরে রাষ্ট্রদ্রোহিতার ধারাও যুক্ত করা হয়েছে। অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার জানান, যাদের নামে এএফআইআর দায়ের হয়েছে, তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনজন পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। সবাই বাজারখালা এলাকারই বাসিন্দা বলে অনুমান পুলিশের।
সূত্র - hindustantimes

Disqus Comments