Monday 31 August 2020

অনলাইন লেনদেনে কোনও চার্জ নেওয়া যাবে না, ব্যাঙ্কগুলিকে পরামর্শ কেন্দ্রের

Online Transaction


অনলাইন লেনদনের ক্ষেত্রে চার্জ বাবদ কোনওরকম অর্থ নেওয়া যাবে না। সব ব্যাঙ্ককে এমনই পরামর্শ দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। 

রবিবার একটি বিবৃতি জারি করে ‘সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স’ (সিবিডিটি)-এর তরফে জানানো হয়েছে, ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও কয়েকটি ব্যাঙ্ক বাড়তি চার্জ নিচ্ছে বলে খবর মিলছিল। ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট’ লঙ্ঘন করেই নির্দিষ্ট সংখ্যা পেরিয়ে যাওয়ার পর প্রতিটি লেনদেনের উপর চার্জ চাপাচ্ছিল সেই ব্যাঙ্কগুলি।

বিবৃতিতে বলা হয়, ‘২০১৯ সালের ৩০ ডিসেম্বরের সার্কুলার নম্বর ৩২/২০১৯ লঙ্ঘন করা হচ্ছে। ২০২০ সালের ১ জানুয়ারি ও তারপর থেকে বৈদ্যুতিন মাধ্যমে কোনও লেনদেনের উপর এমডিআর (মার্চেন্ট ডিসকাউন্ট রেট)-সহ কোনওরকম চার্জ কার্যকর হবে না। (পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্টের) ১০এ ধারার আওতায় তা জারি করেছিল সিবিডিটি।’

সেজন্য অর্থ মন্ত্রকের তরফে ব্যাঙ্কগুলিকে জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অনলাইন লেনদেনের (তথ্যপ্রযুক্তি আইনের ২৬৯ এস ইউ ধারা) উপর কোনওরকম চার্জ ধার্য করা হলে তা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। একইসঙ্গে ভবিষ্যতেও অনলাইন লেনদেনের ক্ষেত্রে কোনও বাড়তি চার্জ ধার্য করা যাবে না।


Disqus Comments